পলাশবাড়ীতে সরিষায় বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

 গাইবান্ধার পলাশবাড়ীতে সরিষার বাম্পার ফলন। কৃষকের মুখে হাসি। জমিতে উৎবৃত্ত সরিষা ফসল হিসেবে কৃষকের কাছে পরিচিত। রোপা আমন কর্তনের পরপরই জমি পতিত হয়ে থাকে। সেইসব জমিতে ফেলে না রেখে সরিষার মত এমন ফসল চাষ করা হয়।

অল্প সময়ের ফসল হিসেবে সরিষা চাষ করে এ বছর পলাশবাড়ী উপজেলার কৃষকরা বাজিমাত করায় তাদের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু নিয়মিত তদারকির পাশাপাশি কৃষি প্রণোদনার আওতায় সার ও উন্নতমানের বীজ সঠিক সময়ে সরবরাহ’র ফলে সম্ভব হয়েছে।

পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর মুন্সিপাড়া তেলজাতীয় ফসল উৎপাদন কৃষক দলের আওতায় এ বছর ৩০ একর জমিতে সরিষার চাষ করা হয়েছে। ওইসব জমির সরিষা কর্তন অনুষ্ঠান মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. শর্মিলা শারমিন মুন্সিপাড়া গ্রামের তেল জাতীয় ফসল উৎপাদন কৃষক দলের সাধারণ সম্পাদক  সাংবাদিক আশরাফুজ্জামান শাহিন, কোষাধ্যক্ষ শামীম আহম্মেদ, কৃষক হারুন-অর-রশিদ, আবুল হাসান, জায়দাল হক, আব্দুল মান্নান, মিজানুর রহমান, হায়দার আলী, কাজেম উদ্দিন, আসাদ, মোজাফফর হোসেন, হামিদুল ইসলাম ও মোজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।