পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৩৫টি দুর্লভ ছবি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই। ঢাকা সিএমএইচে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল পৌনে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

এরশাদ জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়। বাবা মকবুল হোসেন ও মা মজিদা খাতুনের চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে এরশাদ ছিলেন দ্বিতীয়। অবশ্য ভাইদের মধ্যে সবার বড় ছিলেন তিনি। বাবা-মা আদর করে পেয়ারা নামে ডাকতেন সাবেক এই সেনা কর্মকর্তাকে।

হুসেইন মুহাম্মদ এরশাদের দুর্লভ কিছু ছবি আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য নিম্নে দেওয়া হলো :