পশ্চিমবঙ্গে চলছে ভোট গণনা: এগিয়ে মমতার দল, পিছিয়ে মমতা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯২ আসনে ২মে রবিবার চলছে ভোট গণনা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।
তবে নন্দীগ্রামে গণনায় পিছিয়ে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। সেখানে এগিয়ে আছেন মমতারই সাবেক শিষ্য শুভেন্দু অধিকারী।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তৃণমূলের আসন হতে যাচ্ছে ১৭১ এবং বিজেপির জয় পাবে ১০৬ আসনে।

এদিকে, এবিপি আনন্দ জানিয়েছে, তৃণমূল জয় পাচ্ছে ১৯১ আসনে এবং বিজেপি ৯৬ আসনে।

জয় পেতে দরকার ১৪৭ আসন। এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।

বেশ কয়েক দফা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।