পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হচ্ছে না

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের সকল প্রস্তুতি সম্পন্ন এবং বিশেষজ্ঞ ডাক্তার থাকা সত্ত্বে ও প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতির অভাবে গত দুই বছরেও (ওটি) চালু করা সম্ভব হচ্ছে না।

উক্ত বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল আজিজ জানান, প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতির অভাবে (ওটি) চালু করা সম্ভব হচ্ছে না।

আটঘরিয়াসহ নিকটবর্তী আশেপাশের প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসার ভরসার স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘদিন যাবত এখানে কোন অপারেশনের ব্যবস্থা না থাকায় ভুক্তভোগীদেরকে অনেক অর্থ ও সময় ব্যয় করে যেতে হয় দুর দুরান্তে।

অপর দিকে ২০১৭ সালে এখানে ৫০ শয্যা চালু হলেও প্রশাসনিক অনুমোদন, প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সামগ্রীর অভাবে আগের ৩০ শয্যাতে কাজ চালাতে হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।