পাবনার ঈশ্বরদীতে ৫ আদিবাসী পরিবার পাচ্ছেন নতুন বাড়ি
পাবনার ঈশ্বরদী উপজেলার পল্লীর ৫ আদিবাসী পরিবারকে ৫টি নতুন বাড়ি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর আদিবাসী পল্লীর তরুণ সরদার, দাশুড়িয়ার মাড়মী আদিবাসী পল্লীর পিটার বিশ্বাস, পাকশীর গুড়ীপাড়া আদিবাসী পল্লীর শ্রী অশোক সাহানী, মুলাডুলির নিকড়হাটা আদিবাসী পল্লীর ধীরেন বিশ্বাস ও মুলাডুলির লক্ষীকোলা আদিবাসী পল্লীর রুবেন বিশ্বাসকে নতুন বাড়ি তৈরি করে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাগদী, মালপাহাড়ী ও সাহানী সম্প্রদায়ের এসব আদিবাসীদের নিজস্ব কোন ঘর-বাড়ি না থাকায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার অংশ হিসেবে এসব আদিবাসী পরিবারকে নতুন সেমিপাকা বাড়ি তৈরি করে প্রদানের জন্য তালিকাভূক্ত করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন