পারস্পরিক মেলবন্ধন সৃষ্টিতে কুবির হলে মেহেদী উৎসব অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নে বিজয় দিবস উপলক্ষে মেহেদী উৎসবের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল প্রশাসন।

শনিবার (১৭ই ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই উৎসবে শুরু হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের হাতকে রাঙিয়ে দিয়েছে মেহেদীর রঙে। এ সময় শেখ হাসিনা হলের হাউস টিউটরগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহেজাবিন বলেন, ‘মূলত এই মেহেদী উৎসবের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে একতা সৃষ্টি করা। আমরা চাই হলের প্রত্যেকটি মেয়ে একে ওপরের সাথে প্রীতি বন্ধনে আবদ্ধ থাকুক। প্রভোস্ট স্যারের সহযোগিতায় এই মেলবন্ধন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা আরো উৎসবের আয়োজন করবো যাতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়।’

মেহেদী উৎসবে অংশ নেওয়া এক শিক্ষার্থী শারমিন আক্তার জানান, ‘নিজেদের পরিবারের বাইরে শেখ হাসিনা হল আমাদের জন্য একটি পরিবার। পরিবারের সুখ দুঃখে সবাই যেমন একসাথে থাকি, তেমনি হলের সবাই বিপদে আপদে একে অপরের পাশে থাকবো। মেহেদী উৎসবের এই উদ্যোগ আমাদের মধ্যোকার সম্পর্ক আরো দৃঢ় করবে। হল কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য।’

মেহেদী উৎসবের উদ্যোগ নেয়ার ব্যাপারে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, ‘কুমিল্লা বিশ্বিদ্যালয়ে দ্বিতীয় মহিলা হল হিসেবে শেখ হাসিনা হলের যাত্রা নতুন হওয়ায় উদ্বোধনের পর বড় কোনো অনুষ্ঠান এখনও আয়োজন করা হয়নি। এই প্রথম বিজয় দিবস উপলক্ষে কুমিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন স্যারের সহযোগিতায় এই অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন করা সম্ভব হয়েছে। মেহেদী উৎসবের মাধ্যেমে অনুষ্ঠানের সূচনা হয়। যা মূলত হলের মেয়েরাই আয়োজন করেছে এবং অংশগ্রহণ করেছে। এই ধরনের অনুষ্ঠান সবার মধ্যে সহমর্মিতা সৃষ্টি করবে বলে আমি আশাবাদী। আশা করছি অদূর ভবিষ্যতে আমরা এরকম আরো অনুষ্ঠানের আয়োজন করতে সমর্থ হবো।’