পিরোজপুরের ইন্দুরকানিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা ও উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের বাস্তবায়নে বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ইউনিয়নের পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেন। সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা এ,কে, আহম্মেদ ইফতেখার-এর সঞ্চালনায় অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান পরিচালনা পর্ষদ সদস্য উদ্দীপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক-২ উদ্দীপন ফয়সল মুহাম্মদ ওয়াহিদ, মোঃ মিজানুর রহমান জোনাল ব্যবস্থাপক পিরোজপুর জোন, মোঃ জহুরুল ইসলাম ডেপুটি ম্যানেজার উদ্দীপন প্রধান কার্যালয়, কামরুজ্জামান শাওন তালুকদার চেয়ারম্যান, ১নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদ।

আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ ইউপি সদস্য পাড়েরহাট ইউনিয়ন, আবু সাফায়েত প্রধান অফিস সহায়ক রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, সুব্রত মিত্র সহকারি শিক্ষক সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাড়েরহাট, বিশ্ব অধিকারি, শাখা ব্যবস্থাপক উদ্দীপন লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা পাড়েরহাট।

অনুষ্ঠানে ফলাফল সংরক্ষনের দায়িত্ব পালন করেন শাহিদা পারভীন স্বাস্থ্য কর্মকর্তা সমৃদ্ধি কর্মসূচি ও আব্দুল্লাহ-আল রাকিব এমআইএস কর্মকর্তা সমৃদ্ধি কর্মসূচি, বালক- বালিকাদের খেলার মূল দায়িত্বে ছিলেন শিক্ষা সুপারভাইজার আশিষ কুমার শিকদার, যুবদের খেলার মূল দায়িত্বে ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন সমাজ উন্নয়ন কর্মকর্তা।

অনুষ্ঠান দিক নির্দেশা ও পরিচালনায় ছিলেন সুভাষ চন্দ্র দে সমন্বয়কারি সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি পাড়েরহাট ও পত্তাশী ইউনিয়ন।

এসময় বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা ৪০মিটার দৌড়, ৫০মিটার দৌড়, দড়ি লাফ ছাত্রী, মোড়গ লড়াই ছাত্র, গনিত দৌড়, শিক্ষার্থীদের মায়েদের বালিশ খেলা, আবৃত্তি, চিত্রাঙ্কণ, সংঙ্গীত, সাধারণ জ্ঞান, নৃত্য একক, নৃত্য দলীয়, যুবদের ১০০মিটার দৌড় নারী, ২০০মিটার দৌড় পুরুষ, বালিশ বদল নারী, দীর্ঘলাফ পুরুষ, দড়ি লাফ নারী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।