পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে মামলা; তদন্তে পিবিআই

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব সাপলেজা গ্রামের আহসান ও সফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে সোহরাব হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলার বাদী সোহরাব হোসেন বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।মাদ্রাসায় যাতায়াতের সুবিধায় টিকিকাটা এলাকায় বাড়ি করে বসবাস করেন। পুরাতন বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার একপর্যায়ে প্রতিবেশীদের সাথে বিরোধ সৃষ্টি হয়। কিন্তু সোহরাব হোসেন স্থানীয় কোন শালিসি বৈঠক না মেনে মামলার আশ্রয় নেয়।।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা ১ লক্ষ ৮ হাজার টাকার মালামাল ও গাছপালা নিয়ে যায় এবং ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

আসামি পক্ষ হাসান গংদের দাবি, জমিজমা বিরোধ আমরা শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসায় যেতে চাই। কিন্তু সোহরাব হোসেন শালিসি না মেনে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। পরিত্যক্ত বাড়ি থেকে লুটপাটের অভিযোগ করেছে। তবে এ ব্যাপারে সোহরাব হোসেনকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।