পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেপ্তার-১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফার্মেসী ও বিকাশ ব্যবসায়ীর ২ লক্ষ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গাবতলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

মামলার বাদী মিজানুর রহমান কালিকাবাড়ি গ্রামের মহারাজ তালুকদারের পুত্র।

গ্রেপ্তারকৃত এজাহার নামীয় আসামী আসাদ গোলবুনিয়া গ্রামের ইউনুস ফকিরের পুত্র। আসাদ এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একাধিক মামলা আছে।

স্থানীয়রা জানান, আমড়াগাছিয়া এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ছিনতাইয়ের ঘটনায় প্রকৃত অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হলে খুব শীঘ্রই মানববন্ধন করবে এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শারমিন জাহান বলেন, অপরাধীদের যারা সুপারিশ করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। থানা পুলিশের উচিত কারো সুপারিশ না শুনে অপরাধ দমন করা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার আসামী আসাদ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।