পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিলা মেম্বার প্রার্থী তানিয়া আখতারের গণসংযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়ন। এ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী তানিয়া আখতার।
৫ জানুয়ারী ইউপি নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের কাছে ছুটে বেড়ান ৩০ বছর বয়সের অদম্য এ নারী।

স্কুল জীবন থেকেই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী তানিয়া এখন প্রত্যান্ত অঞ্চলের পিছিয়ে থাকা নারীদের আস্থা। সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার পুত্রবধু তানিয়া প্রয়াত শ্বশুরের নিকট থেকেই পেয়েছেন সমাজসেবার অনুপ্রেরনা।

শিক্ষা জীবনে বিএ পাশ তানিয়া ধানিসাফা গ্রামের মিজানুর রহমান সগীরের সহধর্মিণী।সগীর চাঁন মিয়া হাওলাদারের জ্যেষ্ঠ পুত্র। পিতার মৃত্যুর পর সমাজের মানুষের পাশে থেকে পিতার সমাজসেবার স্মৃতিকে ধরে রাখতে চান তিনি।

ইউপি সদস্য প্রার্থী তানিয়া বলেন, নির্বাচিত হয়ে নারীদের কল্যানে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নারীদের জন্য কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন সহ এলাকার গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের পরিবারকে সরকারী সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সব ধরনের ভাতা সঠিকভাবে উপকারভোগীদের বিতরন করা হবে। আমার নির্বাচনী প্রতীক সূর্যমুখী ফুল। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।