পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধু সিমা রানীর রহস্যজনক মৃত্যু; স্বামীকে খুঁজছে পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের ৫ নং ওয়ার্ডে গৃহবধূ সিমা রানীর গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১৩ নভেম্বর থানা পুলিশ একটি আত্মহত্যা প্ররোচনা মামলা নিয়েছে। মামলার প্রধান আসামি সুমন বেপারী ধলা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে খুঁজছে পুলিশ।

মামলার আসামি সুমন বেপারী ধলা মঠবাড়িয়া টিএ্যান্ডটি রোডের মহানন্দ বেপারীর পুত্র।

অগ্নিদগ্ধে শরীরের নাভি থেকে বুক পর্যন্ত পুড়ে যাওয়া সুমি রানীকে ৩ নভেম্বর নেওয়া হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানের চিকিৎসকরা ওইদিনই তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। ৯ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে হার মানেন গৃহবধূ সিমা রানী। সিমা রানীর পুত্র দিপের দাবি তার মাকে তার বাবা মারধর করে গায়ে আগুন ধরিয়ে দেয়।

মামলার বাদি ভিকটিমের ভাই সংকর চন্দ্র মন্ডল জানান,সিমা রানীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি একটি হত্যাকান্ড।

মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাজেল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।