পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান বায়জিদকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দোয়াত কলমের পক্ষে নির্বাচনী প্রচারনা চালাতে এসে আচরন বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হয়েছে এসএম বায়জিদ হোসেনকে।তিনি পিরোজপুর সদর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।
জানা গেছে, এসএম বায়জিদ হোসেন পিরোজপুর থেকে এসে মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড. বায়জিদ আহমেদ খানের দোয়াত কলম প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনা চালান। এরই ধারাবাহিকতায় উপজেলার আমড়াগাছিয়া বাজারে ২৫ মে (শনিবার) দুপুরে জন সমাবেশ ঘটিয়ে শোডাউন দেন এবং দোয়াত কলমের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন করেন।
খবর পেয়ে নির্বাচনকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি টিম সেখানে উপস্থিত হন।এরপর ম্যাজিস্ট্রেট গিয়ে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম জানান, আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে এস এম বায়জিদ হোসেন নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন