পীরগঞ্জে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধুর আত্মহত্যা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/4t543.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পীরগঞ্জে পারিবারিক কলহের জেরে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু মনিরা বেগম (২২) আত্মহত্যা করেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মদনখালী ইউনিয়নের ঠাকুরদাস লক্ষীপুর (জুনিদের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর পূর্বে টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া গ্রামের আব্দুল মমিন মিয়ার কন্যা মনিরা বেগমের সঙ্গে পাশ^বর্তী মদনখালী ইউনিয়নের ঠাকুরদাস লক্ষীপুর (জুনিদের পাড়া) গ্রামের বাদশা মিয়ার পুত্র রিপন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। মনিরা রিপন দম্পত্তির সংসারে মোরসালিন নামের ৪ বছরের শিশুপুত্র রয়েছে। মনিরা বেগম বর্তমান ৩ মাসের অন্তঃসত্ত্বা ।
রোববার সকালে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই সূত্র ধরে অভিমানি মনিরা নির্জনতার সুযোগে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন