পুলিশি নিরাপত্তায় গাইবান্ধার পলাশবাড়ীর পুবনাপুর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কার্যকরের নিমিত্তে ভোট গ্রহণ

কঠোর পুলিশি নিরাপত্তায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার সরকার উপস্থিতিতে এক বিশেষ সভার মাধ্যমে অনাস্থা প্রস্তাব কার্যকরের নিমিত্তে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভা শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও অভিযোগের তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে অনাস্থা চেয়ে ১২জন ইউপি সদস্যের মধ্যে ৯ জন ইউপি সদস্য অনাস্থার পক্ষে ভোটাধিকার প্রদান করেন। ইউপি চেয়ারম্যানসহ ৪জন ইউপি সদস্য ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন। এতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো জানান, তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠানো হবে। মন্ত্রণালয় শীঘ্রই তাঁর বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের ব্যবস্থা গ্রহণ করবেন আশা করছি। অভিযোগকারী ইউপি সদস্যরা জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। অভিযোগের তদন্ত কর্মকর্তা আমাদের সহযোগিতা করেছেন বলেই আমরা ন্যায় পেয়েছি।

এসময় ইউপি ভবন চত্বরে আইনশৃঙ্খলা রক্ষার্থে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলীসহ অন্যান্য পুলিশ সদস্য ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্ণীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতায় অনাস্থা প্রস্তাব এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৯ ইউপি সদস্যের অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে তদন্ত শেষে এক পর্যায়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।