পুলিশ এখন আ.লীগের বড় আশীর্বাদ : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘খয়ের খাঁ’ পুলিশ এখন আওয়ামী লীগের জন্য একটা বড় আশীর্বাদ। আইনশৃঙ্খলা রক্ষার এই বাহিনীটি এখন ‘গায়েবি তথ্যের কারখানায়’ পরিণত হয়েছে।

বিএনপি নেতা আরো বলেন, ‘শাসকগোষ্ঠীর একনিষ্ঠ অনুগত পুলিশ দেশজুড়ে গ্রেপ্তার আর মামলার জাল বিছিয়ে বিরোধী কণ্ঠস্বর নীরব রাখতে চাইছে। বর্তমানে দেশজুড়ে গোরস্তানের নীরবতা আর কবরের ভেতরের অন্ধকারের শান্তিতে ক্ষমতাসীনরা উৎফুল্ল, উল্লসিত।’

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রাজধানীর হাতিরঝিল থানায় নতুন করে বিএনপির অর্ধশতাধিক নেতার নামে সহিংসতার মামলার প্রসঙ্গে বিএনপি নেতা এসব কথা বলেন।

এ সময় রিজভী আরো বলেন, ‘পুলিশ বলেছে, মগবাজারে ঘটনা ঘটেছে, অথচ সাংবাদিকরা সরেজমিনে খোঁজ নিয়ে জেনেছেন, ওই এলাকায় গাড়ি ভাঙচুর বা ককটেল বিস্ফোরণের কোনো তথ্য-প্রমাণ তাঁরা পাননি।’

‘এইচ টি ইমামের বক্তব্য ভোটবিহীন নির্বাচনের পূর্বাভাস’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, ২০১৮ সালে এসে বিএনপির ভোট ৩০ শতাংশ আর আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশ হয়েছে। দেশের এবং জনগণের উন্নয়ন করার কারণে আওয়ামী লীগের ভোট বেড়েছে। এ বিষয়ে সমীক্ষা আছে বলেও দাবি করেন তিনি।

এইচ টি ইমামের এই পরিসংখ্যানকে ‘উদ্ভট’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, ‘এহেন অলৌকিক পরিসংখ্যান এইচ টি ইমাম সাহেবের মাথা থেকে আসাটা যৌক্তিক এই কারণে যে, খন্দকার মোশতাকের সহযোগী হিসেবে কাজ করার জন্য বিব্রতকর অবস্থা কাটাতে এখন প্রধানমন্ত্রীকে খুশি করতে মোসাহেবদের ম্যারাথন দৌড়ে এগিয়ে থাকতে চান।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের লোকেরা দেখা করতে গিয়েছিলেন। তাঁর শারীরিক অবস্থা দেখে স্বজনরা ব্যথিত হয়েছেন। তাঁকে চিকিৎসাহীন অবস্থায় রাখা হয়েছে। বাঁ হাত-পা, হাতের আঙুল নড়াচড়া করতে কষ্ট হচ্ছে।’

‘ফিজিওথেরাপিও একরকম বন্ধই করে দেওয়া হয়েছে। তাঁর জন্য দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ফিজিওথেরাপিস্ট ব্যবস্থা করা হয়নি। খালেদা জিয়াকে গভীর স্বাস্থ্য সংকটের মধ্যে রাখাটাই যেন সরকার লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্যই খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত রাখা হচ্ছে,’ বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।