প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে দেওয়া হবে টিকা

আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার বিশেষ কার্যক্রমের মাধ্যমে ৮০ লাখ ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। সারাদেশের সব ইউনিয়ন, সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় এ টিকা দেওয়া হবে। যারা এরই মধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের এ কার্যক্রমে প্রাধান্য দেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, মঙ্গলবার সকাল নয়টা থেকে বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে। যারা গ্রামে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী, বয়স্ক তারা এ কার্যক্রমে টিকা নিতে পারবেন। যারা নিবন্ধন করে খুদে বার্তা পাননি, তারা এ কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এ কার্যক্রমে শুধু প্রথম ডোজের টিকার দেওয়া হবে। কার্যক্রমে অধিকাংশ টিকা দেওয়া হবে সিনোফার্মের।