ফের রাস্তায় নামতে রং বদলাচ্ছে জাবালে নূরের বাস…

গত কয়েকদিন ধরে সারাদেশে সবচেয়ে আলোচিত বাস কম্পানিটির নাম জাবালে নূর। না, কোনো ভালো কাজ করে তারা পরিচিতি পায়নি। এই কম্পানিটির একটি বেপরোয়া বাস চাপা দিয়ে হত্যা করেছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে। আরও কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। গত চারদিন ধরেই এই ঘটনার বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

খুব স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের সবচেয়ে বেশি রাগ জাবালে নূরের ওপর। গত চারদিন এই কম্পানির কোনো বাস দেখা যায়নি রাস্তায়। গতকাল থেকেই একটি ছবি সোশ্যল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মিরপুর ১০ নম্বর এলাকায় জাবালে নূর বাসগুলোর রং বদলে ফেলা হচ্ছে! এছাড়াও মিরপুরের রাস্তায় এই কম্পানির একাধিক বাসকে রং বদল করতে দেখা গেছে। নতুন রংয়ে নতুন নামে পথে নামার প্রাক-প্রস্ততি!

এর পরের দিন বুধবার জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সকালে ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান বলেন, কম্পানিটির লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।

সুতরাং, খুব পরিস্কারভাবেই বোঝা যাচ্ছে আগের দিন বাসের রং পরিবর্তনের কারণ। সেই ঘাতক বাসগুলোই রং বদলে আবার রাজপথে নামবে। ড্রাইভিং সিটে থাকবে সেই নেশাখোর চালকেরা। তারা আবারও হত্যা করবে সাধারণ মানুষকে। প্রতিবাদে রাস্তায় নামলে পুলিশের মার খেতে হবে। চালককে গ্রেপ্তার করলে পরিবহন শ্রমিকরা ‘ধর্মঘট’ ডাকবে। সমস্যাটা আসলে কার? বাসের নাকি চালকের? বাসের রং বদলে লাভ হবে কি?