ফেস আনলক ফিচার নিয়ে আসছে নোকিয়া এক্স৬

ফিনল্যান্ডভিত্তিক মোবাইল কোম্পানি নোকিয়া তাদের এক্স৬ বাজারে নিয়ে আসছে। বৈশ্বিক উন্মোচন নিয়ে ইন্টারনেটে দীর্ঘ দিন কানাঘুষার পর এবার বাস্তবে হংকং এ আগামী ১৯ জুলাই উন্মুক্ত হবে এই নোকিয়া এক্স৬ এর গ্লোবাল সংস্করণ।

এর আগে মে মাসে চীনে নোকিয়ার এই বাজেট ফোনটি উন্মুক্ত করা হয়েছিল। নোকিয়া এক্স৬ এর ডিসপ্লের উপরে একটি কালো নচ ও ফেস আনলক ফিচার রয়েছে।

জানা গেছে, নোকিয়া ৬.১ প্লাস নামে উন্মুক্ত হবে নোকিয়া এক্স৬। তবে নাম বদল হলেও ডিজাইন ও স্পেসিফিকেশনে কোনো বদল হবে না। অর্থাৎ নতুন এই মডেলে থাকবে ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। ছবি তোলার জন্য এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারি সেন্সরটি ১৬ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়্যার। এ ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে এইচডিআর সাপোর্ট, ফেস আনলক ফিচার।