বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” স্লোগানে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৩।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানার খাতুন, তথ্য আপা রুমানা আক্তার, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলী, সাংবাদিক আব্দুল রউফ রুবেল, পবন রায়, সোহেল আক্তার মিঠু, রবিউল ইসলাম রবি, রশিদুর রহমান রানা, সাজু মিয়াসহ মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ।