বগুড়ার শিবগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/AndroVid_9013-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম শম্পার সভাপতি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক প্রমূখ।
প্রসঙ্গতঃ প্রতিবছর ১০মার্চ সারাদেশে দুর্যোগ প্রস্তুতি দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন