‘বঙ্গবন্ধু’ বায়োপিকে খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী

এবার ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। এ সিনেমায় বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন শাম্মী।

বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। শাম্মী বলেন, ‘নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দবোধ হচ্ছে। এটি সত্যি আমার জন্য সৌভাগ্যের। ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘অডিশন দিয়ে এ সিনেমায় যুক্ত হয়েছি। প্রায় পনের-বিশদিন আগে অডিশন দিয়েছি। ভারতের কাস্টিং ডিরেক্টরসহ বেশ কয়েকজন ছিলেন অডিশনে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে। জিয়াউর রহমানের সঙ্গে যখন খালেদা জিয়ার বিয়ে হয়েছিল ওই সময়ের চরিত্রটাতে অভিনয় করব।’

চলতি বছর জানুয়ারিতে এ সিনেমার শুটিং শুরু হয়েছিল মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।

এছাড়া আরও অভিনয় করছেন শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং প্রার্থনা ফারদিন দীঘি, খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে ফজলুর রহমান বাবু, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ, জেনারেল আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর সহ আরও অনেকে।

চলতি বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে গেছে। আসছে বছর বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম। শিগগিরই সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে।