তারেক রহমানকে কারাদণ্ড

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা!

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বের করা বরিশাল মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দি‌য়েছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

শুক্রবার নগরীর বীরশ্রষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২-এর বিচারক আমাতুল মোর্শেদা।

রায়ের প্রতিবাদে শুক্রবার বরিশালে বিক্ষোভের ডাক দেয় মহানগর ছাত্রদল। বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাবের সামনে ছাত্রদলের নেতৃবৃন্দ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক হয়ে বিএনপির কার্যালয়ের দিকে যাচ্ছিল। মাঝপথে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভে বাধা দেয় পুলিশ।

কোতোয়ালি ম‌ডেল থানার দায়িত্বরত এসআই রিয়াজুল ইসলাম জানান, বিক্ষোভ-মিছিল করার অনুমতি না থাকায় ছাত্রদলের বিক্ষোভ আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময়ে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা চালালে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধ্বস্তাধ্বস্তি হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি বলেন, `বিনা কারণে পুলিশ গণতান্ত্রিক মিছিলে বাধা দিয়েছে। তারা আমাদের ব্যানার নিয়ে গেছে। আমাদের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়েছে।

মিছিল পণ্ড হয়ে গেলে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে আবারো জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা কাজী সজিব, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম বাবু, সম্পাদক তালুকদার সজল, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সম্পাদক আল আমিন, রাহাত ফকির প্রমুখ।

এর আগে সকাল ১০টার দিকে বরিশাল মহানগর যুবদলের আয়োজনে তারেক রহমানকে দেওয়া কারাদণ্ডাদেশ প্রত্যাহারের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে মহানগরের বিভিন্ন নেতা এতে বক্তৃতা করেন।