মিরসরাইয়ে গিয়াস উদ্দিনকে সংবর্ধনা

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মিরসরাই পৌরসভার মেয়র

চট্টগ্রামের মিরসরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধি না থাকায় মেয়র মো. গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মিনহাজুর রহমান এর হাত থেকে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হওয়ায় আনুষ্ঠানিক ভাবে ‘ঙ’ ফরম গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন।

এরপর বেলা ১২ টায় মেয়র মো. গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হওয়ায় পৌর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুর আনোয়ার চৌধুরী বাহার। এর আগে উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিমের উপস্থাপনায় পৌর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেজবা উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম আজাদ, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মিয়া মো. হুমায়ুন, মোজাহের হোসেন চৌধুরী সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মাসুদ করিম রানা, পৌরসভার কাউন্সিলর মেজবাউল আলম, মোঃ নুর নবী।

প্রধান অতিথি নুরুল আনোয়ার চৌধুরী বাহার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। মেয়র গিয়াস উদ্দিন মিরসরাই পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে অনেক উন্নয়ন কাজ করেছে। তার নেতৃত্বে দল ও পৌরসভা দু’টিই সুসংগঠিত হয়েছে। দল তার কাজের মূল্যায়ন করে সেজন্য তাকে আবার নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছি। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছে। আশা করি সে সফল হবে। পৌরসভার অসমাপ্ত কাজ সম্পন্ন করে মিরসরাইকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবে।