বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাকিবের রেকর্ড

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রোববার ঐতিহ্যবাহী ওভালে প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে টাইগাররা। এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৩৬.৪ ওভারে ২২৩ রান সংগ্রহ বাংলাদেশের।

আজকের ম্যাচটিতে ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেলা সাকিব আল হাসান দুর্দান্ত এক রেকর্ডের মালিক হয়েছেন। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকিয়েছেন তিনি।

তথ্য মতে, ২০০৭ সালে লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামেন সাকিব। সেবার ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রান তুলেন তিনি। এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে খেলেন ৫৫ রানের ইনিংস । আর সবশেষ ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সেই ম্যাচে সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

সেই ধারাবাহিকতায় আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেছেন সাকিব।