বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগামছাড়া মৃত্যু ও সংক্রমণ

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ লাগামছাড়া হয়ে পড়েছে।

২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।
এতে বিশ্বব্যাপী মোট প্রাণহানি ১৬ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে।

নতুনভাবে ৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩২ লাখের কাছাকাছি।

মঙ্গলবার দেড় হাজারের বেশি মৃত্যুতে আমেরিকায় মোট প্রাণহানি তিন লাখ ৮ হাজার ছাড়াল।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৫২৬ জন মারা গেছেন ব্রাজিলে। এছাড়া ৫শ’র কাছাকাছি মৃত্যু রেকর্ড হয়েছে ইতালি-জার্মানি ও রাশিয়ায়।

করোনাভাইরাসে একদিনে সাড়ে তিনশ’র বেশি মানুষ মারা গেছেন ভারত ও ফ্রান্সে।