রাঙ্গামাটিতে ৩ হাজার লিটার মদসহ আটক ২

রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জনকে আটক হয়েছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, ‘সোমবার দিবাগত রাতে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন এলাকার থানাঘাট সংলগ্ন কর্নফুলী নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকাকে পুলিশ থামার জন্য সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকাটি পালিয়ে যাবার চেষ্টা করে। সেসময় আরেকটি ইঞ্জিনচালিত নৌকা যোগে পুলিশ ধাওয়া করলে তারা কর্নফুলি নদীর উত্তর পাড়ে থানাঘাট সিঁড়িঘাটে নৌকাটি থামিয়ে ৪জন পালিয়ে গেলেও বিশাল মদের চালান, ইঞ্জিনচালিত নৌকাসহ ২জনকে আটক করে পুলিশ।’

আটককৃতরা হলেন মৃত হ্লাক্রই প্রু মারমার ছেলে আনু প্রু মারমা (৪৭) ও স্যামং মারমার ছেলে সায়মন মারমা (২৫)। তারা উভয় রাইখালী ইউপির ডলুছড়ি এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন আরো বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।’