বড় লিডের লক্ষ্য নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে যখন বাংলাদেশ ব্যাট করছিল চালকের আসনে ছিল তারাই। প্রথম ইনিংসে ৫১৩ রানের পর ধারণা করা হচ্ছিল, বড় একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া গেছে প্রতিপক্ষকে। তবে তিন দিন শেষে টেস্টে চালকের আসনে এখন শ্রীলঙ্কাই। ৩ উইকেটের বিনিময়ে ৫০৪ রান নিয়ে শনিবার চতুর্থ দিন মাঠে নামবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

শ্রীলঙ্কা তাদের প্রথম উইকেট হারিয়েছিল বৃহস্পতিবার, শূন্য রানে। এরপর দ্বিতীয় উইকেট হারায় শুক্রবার লাঞ্চেরও পর। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা গড়েন ৩০৮ রানের জুটি। মূলত এটাই এনে দিয়েছে লঙ্কানদের বড় সংগ্রহের ভিত্তি।

ধনঞ্জয়া ব্যক্তিগত ১৭৩ রানে আউট হলেও লড়াই চালিয়ে যান কুশল। রোশেন সিলভাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। জন্মদিনে পাওয়া সেঞ্চুরিটিকে নিয়ে যান ১৯৬ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন শুক্রবারই ২৩ বছর পূর্ণ করা কুশল।

এরপর রোশেনের সাথে ৮৯ রানের অপরাজিত জুটি গড়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। ৮৭ রানে অপরাজিত রোশেন পৌঁছে গেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দ্বারপ্রান্তে। চান্দিমাল অপরাজিত আছেন ৩৭ রানে। বড় লিডের লক্ষ্য নিয়েই শনিবার ব্যাটিংয়ে নামবেন তারা।