ভারতসহ ২৬ দেশের ওপর পাকিস্তানের ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতসহ ২৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। শনিবার দ্য ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ নিষেধাজ্ঞা জারি করে। খবর ডনের।

পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিসেসের এক কর্মকর্তা জানান, পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করেছে। এর মধ্যে সি ক্যাটাগরিতে যেসব দেশ রয়েছে, সেগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সেসব দেশের নাগরিকরা এনসিওসির নির্দিষ্ট গাইডলাইন মেনে দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

সি ক্যাটাগরির দেশগুলো মধ্যে রয়েছে— ভারত, বাংলাদেশ, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, ফিলিপিন্স, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন।