ভারতের কাছে হারায় ‘ব্যথিত’ ইমরান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে এক কথায় উড়ে গেছে পাকিস্তান। এজবাস্টনে রোববার ৩১৯ রান তাড়া করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় সরফরাজরা। বৃষ্টি আইনে পাকিস্তান হারে ১২৪ রানে। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি আর যুবরাজের কাছে পাত্তাই পায়নি পাকিস্তানের বোলাররা। আর ব্যাট হাতেও আজহার আলি ছাড়া সবাই ব্যর্থ।
দলের এই পরাজয় পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানকে ব্যথিত করেছে, যা তিনি সিরিজ টুইটে তুলে ধরেছেন।
তবে ইমরানের খানের বেদনা যতটা না ভারতের কাছে পরাজয়ে, তার চেয়ে বেশি পাকিস্তানের হারের ধরণ দেখে।
ম্যাচের পর এক টুইটে ইমরান খান লেখেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমি খুব ভালো করেই জানি হার-জিত খেলারই অংশ। কিন্তু ভারতের বিপক্ষে সামান্যতম লড়াই ছাড়া পাকিস্তানের আত্মসমর্পণ খুবই বেদনাদায়ক।’
অবশ্য বড় আসরে সব সময় ভারতই আধিপত্য দেখিয়ে আসছে। আর এখন যত দিন যাচ্ছে, ভারত-পাকিস্তান লড়াই হয়ে পড়ছে একতরফা।
সাম্প্রতিক অতীতে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের হারের পাল্লাই ভারী। ইমরান খানও ব্যাপারটাকে দেখছেন স্বাভাবিক ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে।
তার মতে, যত দিন যাচ্ছে ক্রিকেট প্রতিভায় ভারত-পাকিস্তানের মধ্যকার ব্যবধান বাড়ছে। কেবল সুষ্ঠু ক্রিকেট অবকাঠামোর অভাবেই পাকিস্তান পিছিয়ে পড়ছে প্রতিনিয়ত।
অপর এক টুইটে ইমরান লেখেন, ‘যত দিন পর্যন্ত পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি ঢেলে সাজানো না হচ্ছে, তত দিন পর্যন্ত তৃণমূলে প্রতিভার প্রাচুর্য থাকলেও ভারতের সঙ্গে শক্তির ব্যবধান বাড়তেই থাকবে। আর আমরা আজকের মতো এমন হার দেখতেই থাকব।’
তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পদে একজন পূর্ণ পেশাদার ব্যক্তির প্রয়োজনীয়তার কথাও বলেছেন, ‘পিসিবির সভাপতি যদি পেশাদারিত্বের ভিত্তিতে নিয়োগ দেওয়া না যায়, তাহলে পাকিস্তান ক্রিকেটের সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়।’