ভারতে গ্যাং রেপের ঘটনায় বাংলাদেশি যুবকদের জড়িত থাকার প্রমাণ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভারতে গ্যাং রেপের ঘটনায় বাংলাদেশি যুবকদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

এই ঘটনার ভুক্তভোগী ও অভিযুক্তরা সবাই বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার।

তিনি জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই হাতিরঝিলে এলাকার গ্যাং গ্রুপের সদস্য। ভুক্তভোগী মেয়ে ও অভিযুক্তরা সবাই এখনও ভারতে আছে। ভুক্তভোগী মেয়েকে উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অসামিদের মধ্যে একজনের নাম হৃদয়। তার বাসা রাজধানীর মগবাজারে। এমনকি ভুক্তভোগী তরুণীর বাসাও মগবাজারের। প্রাথমিকভাবে আসামিদের বিরুদ্ধে মানবপাচারের মামলা হবে বলেও জানান তিনি।

গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেইসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটিতে দেখা যায় প্রায় ২০-২২ বছর বয়সী একটি মেয়েকে বিবস্ত্র করে ৩ থেকে ৪ জন যুবক ও একটি মেয়ে অমানুষিক শরীরিক ও যৌন নির্যাতন করছে। সাইবার প্যাট্রোলিংয়ের অংশ হিসেবে এটি পুলিশের নজরে আসে। পরে এ বিষয়ে তদন্ত শুরুর করে পুলিশ।