ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সব সহযোগিতা দেবে সরকার

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে দায়িত্বরপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এর আগে দুপুর দুইটার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় প্রবেশ করেন আইনমন্ত্রী। প্রায় সোয়া এক ঘণ্টার মতো বৈঠক করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আইন মন্ত্রণালয়। এর আগেও দুইজন প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে একথাই বলেছিলাম।

ছুটিতে যাওয়া প্রধান বিচারপতিকে দেখতে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিশ্চয়ই যাব। তবে কবে দেখতে যাব তা বলতে পারছি না।’

গত আগস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকেই ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে গত মঙ্গলবার আদালত খুললে প্রধান বিচারপতির অপসারণের দাবিতে আন্দোলনের হুমকিও দিয়ে রেখেছিলেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। কিন্তু তার আগেই সোমবার বিচারপতি সিনহার ছুটিতে যাওয়ার খবর আসে।

সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির আবেদন করেন বলে জানায় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি তার এক মাসের ছুটি মঞ্জুর করেছেন এবং এই সময়ে জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার দেওয়া হয়েছে।

সে অনুযায়ী মঙ্গলবার সকালে বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। বর্তমানে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।