দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে নাসির-সাইফ উদ্দিন

দীর্ঘদিন জাতীয় দলে ছিলেন না তিনি। সেই সময়টাতে অবশ্য বসে থাকেননি দু’দণ্ড। নিজেকে প্রমাণ করে, অনেক কাঠখড় পুড়িয়ে জায়গা করে নেন জাতীয় দলে।

তবে জাতীয় দলে তার অবস্থাটা অনেকটা আসা-যাওয়ার মতো। গত মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পান। পরে বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলেও বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। তাছাড়া মুশফিকুর রহিমের বিকল্প উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে লিটন দাসকে।

আর নতুনদের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার সাইফ উদ্দিন।

যদিও এর আগে জাতীয় দলের হয়ে টি ২০ খেলেছেন সাইফ উদ্দিন। এদিকে টাইগারদের তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত চোখের ইনফেকশনের কারণে দলে নেই। বাদ পড়েছেন টেস্ট ম্যাচ খেলা শফিউল ইসলাম।

আগামী ১৫ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে কিম্বার্লিতে। এরপর যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো পার্ল ও ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন।