ভোটে ব্যাপক ভরাডুবির পথে এরদোয়ান
তুরস্কে রোববার (৩১ মার্চ) স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার সময় বেশিরভাগ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়।
এতে দেখা যায়, ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দর ‘জাস্টিট এন্ড ডেভেলপমেন্ট পার্টি’ (একেপি)-এর নেতৃত্বাধীন জোটের ব্যাপক ভরাডুবি হতে চলেছে।
দেশটির প্রভাবশালী পত্রিকা ডেইলি সাবাহ’র খবরে বলা হয়েছে, রোববারের ভোটের ৯১ শতাংশ ইতিমধ্যে গণনা শেষ হয়েছে। এতে একেপির সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বীতা করেছে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি)।
তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলে ৯৮ দশমিক ৮ শতাংশ ভোট গণনার পর দেখা যায় এরদোয়ানের মনোনিত প্রার্থী বিনালি ইলদ্রিম পেয়েছেন ৪৮ দশমিট ৭১ ভাগ। এই শহরে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী একরেম ইমামগলু পেয়েছেন ৪৮ দশমিক ৬৫ ভাগ। খুব সামান্য ভোটে এগিয়ে আছেন এরদোয়ানের প্রার্থী।
অন্যদিকে আঙ্কারা শহরে সিএইচপির প্রার্থী মানসুর ইয়াভাস পেয়েছেন ৫০ দশমটিক ৬২ ভাগ। আর একেপির প্রার্থী মেহমেত ওজহাসেকি পেয়েছেন ৪৭ দশমিক ২০ ভাগ। এখানে এরদোয়ানের প্রার্থী নিশ্চিত পরাজয়ের পথে।
এছাড়া তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে সিএইচপি প্রার্থী তাঙ্ক সোয়ার পেয়েছেন ৫৮ দশমিক ০৬ ভাগ। আর এরদোয়ানের দলের প্রার্থী নিহাট জেবেকসি পেয়েছেন মাত্র ৩৮ দশমিক ৪৯ ভাগ। এখানেও এরদোয়ানের প্রার্থী ভরাডুবির দ্বারপ্রান্তে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন