ভোলার চরফ্যাশনে ১৪ দিন পর দগ্ধ দুই দেহাবশেষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

ভোলার চরফ্যাশনে ১৪ দিন পর মাথাবিহীন দগ্ধ দুই দেহাবশেষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার আসলামপুর ইউনিয়নের মহিবুল্লাহ’র বাড়ীর সেফটিক ট্যাংক থেকে এই দুইটি মাথা উদ্ধার করা হয়।

থানার ওসি মনির হোসেন জানান, হত্যার ঘটনায় এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মাথা দুইটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। খুব শিগগিরই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটন হবে বলে আশাকরি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের অদূরে জামাল ভুঁইয়াদের পরিত্যক্ত বাগান থেকে মাথাবিহীন দুইটি দগ্ধ দেহাবশেষ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ। পরে পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।