ভোলার বোরহানউদ্দিনের ৭টি মন্ডপে ইউপি চেয়ারম্যানের অনুদান

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার ০৪ নং কাচিয়া ইউনিয়নের ৭ (সাতটি) মন্ডপে শারদীয় দুর্গোৎসব ২০২২ উদযাপনের সময় আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং ইউপি চেয়ারম্যান কর্তৃক অনুদান প্রদান উপলক্ষে আলোচনা সভা কাজী সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বাবু অনিল চন্দ্র দাস, বোরহানউদ্দিন থানার এস.আই সাদ্দাম হোসেন, লেখক ও সাংবদিক ডা. গাজী মো. তাহেরুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুঞ্জেরহাট বাজার পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দে, সাধারণ সম্পাদক প্রবল চন্দ্র দে, শিক্ষক প্রবীর কুমার দে, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক, ইউপি সদস্য শাহেদ হাওলাদার প্রমূখ।

আলহাজ্ব আব্দুর রব কাজী তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় সকলের সহায়তা প্রয়োজন।
আলোচনা শেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজীর ব্যক্তিগত তহবিল হতে কাচিয়া ইউনিয়নের সাতটি মন্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেন।