ভ্যানচালক জুঁই মনির পড়াশোনার দায়িত্ব নিলেন আমেরিকা প্রবাসী

আল-জাবির সরদার (পার্বতীপুর) দিনাজপুর থেকে : দিনাজপুরের পার্বতীপুরের দক্ষিণ মধ্যপাড়া কমিউনিটি সরকারী প্রাঃ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্রী ১০ বছর বয়সী জুঁই মনি সড়ক-মহাসড়কে ভ্যান চালিয়ে অন্ধ বাবার পাঁচ সদস্যের সংসারের খরচ জুগিয়ে আসছিল।

গত ১২ই ডিসেম্বর দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকায় শিশু জুই মনির জীবন সংগ্রামের কথা প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশ হলে সেটি নজরে পড়ে ফারহানা মুক্তা নামের একজন আমেরিকা প্রবাসীর।

এ প্রতিবেদককে কল করে তিনি বলেন, জুঁই মনির দারিদ্র ও সংগ্রামের খবর দৈনিক দেশ রূপান্তর’পত্রিকার মাধ্যমে জেনেছি। আমি ব্যাক্তিগতভাবে তার পড়াশোনাসহ যাবতীয় খরচ বহন করতে চাই। ইতিমধ্যে তাকে একটি মুদি দোকান তৈরী করে দিয়ে প্রয়োজনীয় পণ্য তোলা হয়েছে।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী ফারহানা মুক্তা পার্বতীপুর-থেকে ফুলবাড়ী (দিনাজপুর-৫)আসনের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বড় মেয়ে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার।