মঠবাড়িয়ায় টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাস
বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয়টিতে এ বছর এসএসসি পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৬ জনই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ – ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৬ জন। মঠবাড়িয়া উপজেলার মধ্যে একমাত্র এ বিদ্যালয়টিতেই শতভাগ পাস করেছে।জিপিএ – ৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় ৫ম অবস্থানে রয়েছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান,বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পরিশ্রমের ফসল আজকের এ সাফল্য। এ সাফল্য ধরে রাখার জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে সেজন্য তাদের সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠাতা আব্দুর রব মহারাজ মৃধা এবং বিদ্যালয়টির দাতা সদস্য ও গুলিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে আজাদ এবি জানান,এ সাফল্যের জন্য শিক্ষক ও পরীক্ষার্থীদের আমরা প্রশংসা করেছি।এ ফলাফলের জন্য অভিভাবকদেরও অবদান রয়েছে। পর্যায়ক্রমে আরও ভাল ফলাফলের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন