মন্ত্রী-ভিআইপিদের গাড়িতে সাইরেন নয়

সড়ক-মহাসড়কে মন্ত্রী বা ভিআইপিদের পুলিশ প্রটোকল গাড়িতে সাইরেন না বাজানোর অনুরোধ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে একটি আই পাসের কথাও বলেছেন তিনি।

রবিবার সচিবালয়ে ঈদুল ফিতর উদযাপনের পর্যালোচনা সভা ও ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই বিষয়টি আগামীতে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।’

এমনিতেই যানজটের নগরে এই সাইরেন বাজানো নতুন সমস্যার তৈরি করছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ির মতোই সড়কে ভিআইপিদের গাড়িতে প্রায়ই সাইরেন বাজতে শোনা যায়। আর এই শব্দ হলে সাধারণত অন্যান্য সড়ক আটকে রেখে যেখান থেকে শব্দ আসছে সেই সড়ক বেশি ছাড়ে পুলিশ।

গত বেশ কিছুদিন ধরেই ভিআইপিদেরকে আইন মেনে সড়কে চলাচল করার অনুরোধ করে আসছেন সড়ক মন্ত্রী। আজকেও একই অনুরোধ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশের সাধারণ মানুষ সহজেই আইন মানে আমরা যারা ‘অসাধারণ’ তারাই আইন মানতে চাই না।