মস্কোতে পুতিন বিরোধী বিক্ষোভে আটক ৪ শতাধিক

মস্কোতে অনুমতি ছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ করায় চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। রবিবার মস্কোর কেন্দ্রস্থলে ক্রেমলিনের কাছ থেকে জন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে এই তাদের আটক করা হয়।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আটক বিক্ষোভকারীদের সঙ্গে ছুরি, নাকলডাস্টার ও রাবার বুলেট নিক্ষেপকারী পিস্তলসহ নানা অস্ত্রশস্ত্র ছিল।

এদিকে ইকো অব মস্কো নামে একটি রেডিও স্টেশনের একজন সাংবাদিক তার টুইটারে লেখেন, আটক বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ।

প্রসঙ্গত, পুতিনের কড়া সমালোচক বলে খ্যাত লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতিক ভায়াচেস্লাভ মালৎসেভ তার ব্যক্তিগত ওয়েবসাইটে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তিনি পুতিনের শাসনের অবসানে ‘গণঅভ্যুত্থান’র ডাক দিয়ে তার সমর্থকদের এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এছাড়া পুতিনের আরেক বিরোধী রাজনীতিক আলেক্সেই নাভালনিও বিভিন্ন সময়ে তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানান। ফল হিসেবে গত জুনেই তার দেড় হাজার সমর্থককে গ্রেফতার করা হয়।