মহাসড়কও ফাঁকা!

ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সীমিত আকারে ঢাকামুখী যানবাহন চলাচল করছে। ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা কম রয়েছে।

এছাড়া গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অংশে যানবাহনের উপস্থিতি কম রয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন থাকায় মহাসড়কে যাত্রী ও যানবাহনগুলোর উপস্থিতি কম রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে দুই মহাসড়কে এই পরিস্থিত রয়েছে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারি পরিচালক নাহিদ হাসান জনি জানান, মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়নি তবে টহল জোরদার করা হয়েছে। যাত্রী ও যানবাহনগুলোতে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখা রাখা হয়েছে।

ঢাকা মাওয়া মহাসড়কে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান, মহাসড়কে যানবাহনগুলো সীমিত আকারে চলাচল করছে। এছাড়া ঢাকামুখী বাসগুলোতে যাত্রীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকালে ঢাকামুখী গাড়ির সংখ্যা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের সংখ্যা কম আছে।