মাগুরার কছুন্দি ইউনিয়ন পরিষদ মিয়লনায়তনে লিগ্যাল এইডের মতবিনিময় সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/44t.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : বিনামূল্যে আইনী সহায়তা বিষয়ে তৃণমুল জনসচেনতা বাড়াতে মাগুরার কছুন্দি ইউনিয়ন পরিষদ মিয়লনায়তনে জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শনিবার মতবিনিময় সভা হয়েছে।
কছুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, লিগ্যাল এইড কর্মকর্তা ইয়াসমিন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরায় প্রতিমাসে অন্তত ৬০ জন বিচারপ্রার্থী লিগ্যাল এইডের সহযোগিতা নিচ্ছেন। তাদের সরকারি অর্থে বিনামূল্যে আইনী সহায়তা দেয়ার পাশাপাশি বিচারপ্রার্থী ও তাদের সন্তানদের দুপুরের খাবারসহ যাতায়াত খরচ পযর্ন্ত মাগুরা লিগ্যাল এইড অফিস বহন করছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন