মাগুরায় আইসিটি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকদের নিয়ে আইসিটি বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ বাস্তবায়ন করতে সহায়তা করেছেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা)।
সমাপনি অনুষ্ঠানে মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিমা রাণী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিরা রহমান,স্থানীয় সরকার ও জাইকা প্রতিনিধি আশরাফ মাজেদ প্রমুখ।
প্রশিক্ষণে সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষক অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন