মাগুরায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/লাশ-উদ্ধার.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আজ রবিবার সকালে আনোয়ার হোসেন (৪১) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা জেলা মহম্মদপুর উপজেলার বাবুখালি গ্রামে বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান- শনিবার রাত থেকেই আনোয়ার হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসি রবিবার সকালে বাড়ির অদুরে একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মহম্মদপুর থানা পুলিশেকে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মহম্মদপুর থানায় নিয়ে আসে। লাশের পায়ের গোড়ালিতে কিছু দাগ আছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন