মাগুরায় তিনটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/Magura-picx.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন করেন।
এ সময় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, জেলা প্রশাসক মোঃ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ন, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশসাক আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সিভিল সার্জন ডাক্তার মুন্সি মোঃ ছাদুল্লাহ, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন