মাগুরায় দুই বছরে মাছের উৎপাদন বেড়েছে দেড় হাজার মেট্রিক টন
মাগুরা প্রতিনিধি : মৎস্য অভয়াশ্রম স্থাপন, উন্মুক্ত ও সরকারি জলাশয়ে পোনা অবমুক্তি, খাঁচায় মাছ চাষ, দেশী বিদেশী মাছের প্রদর্শনী, বেসরকারি বিভিন্ন উদ্যোগ, মোবাইল কোর্টসহ বিভিন্নভাবে মৎস্য আইন বাস্তবায়নের ফলে মাগুরা জেলায় গত দুই বছরে প্রায় দেড় হাজার মেট্রিকটন অতিরিক্ত মাছের উৎপাদন হয়েছে। যা জেলার মোট চাহিদা পূরণে ব্যাপক ভ‚মিকা রাখছে। জেলার বর্তমান মোট মাছের চাহিদা ১৮ হাজার ৮৮৬ মেট্রিকটন এর বিপরীতে বর্তমান উৎপাদন ১৭হাজার ৩২৮ মেট্রিকটন। দুবছর আগে যে উৎপাদন ছিল মাত্র ১৬ হাজার ৪৭ মেট্রিকটন। জেলায় বর্তমানে মাছের চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ১ হাজার ৫৪৭ মেট্রিকটন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য দেন কর্মকর্তারা। সরকারি বেসরকারি বিভিন্ন সমন্বিত উদ্যোগের ফলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে উৎপাদন বৃদ্ধি করে মাছের চাহিদায় মাগুরা জেলা স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
জেলা মৎস্য অফিসার নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য দেন মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান স্বপন, হ্যাচারি ম্যানেজার জাহাঙ্গীর আলম খানসহ অন্যরা।
উল্লেখ্য, জেলা মংস্য বিভাগের উদ্যোগে ২হাজার ১৪৩ জনকে মৎস্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন