মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/road-acc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি :মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে প্রায় একই সময় মাগুরা-ফরিদপুর সড়ক ও মাগুরা ঝিনাইদহ সড়কে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে পুলিশের এস আই আব্দুল সাকুর জানান, মাগুরা-যশোর সড়কের রামনগর এলাকায় পিকাপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সাহাবুদ্দিন (৫০) নামে এক পিকাপ যাত্রী নিহত হন। প্রায় একই সময় অপর দুর্ঘটনা ঘটে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালি এলাকায়। ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কা খেলে ঘটনাঘস্থলেই নসিমন চালক রুবেল (২০) নিহত হন।
নিহত পিকাপ যাত্রী সাহাবুদ্দিন ফেনী জেলার তোলাতলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। অন্যদিকে নসিমন চালক রুবেল চুয়াডাঙ্গার পাইকপাড়া গ্রামের মাহবুবুল ইসলামের পুত্র।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন