মাগুরায় প্রাথমিক শিক্ষার মান বাড়াতে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/2332323111111qqw-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ বুধবার প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের কনফারেন্স রুমে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রাথমিক শিক্ষা বিষয়ে গোলটেবিল আলোচনা হয়েছে ।
এইএসএইডের সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন ও স্বেচ্ছাসেবী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন যৌথ ভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে । গোলটেবিল আলোচনায় মাগুরা পিটিআইয়ের সুপারিনটেন বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের রিড প্রকল্পের চিফ অফ পার্টি লিয়েনা গার্টস । বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের রিড প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর মো: আকিদুল ইসলাম ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি । অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার-মিডিয়া রিলেশন্স মেহের নিগার জেরিন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান , জাগরণী চক্র ফাউন্ডেশনের ফোকাল পারসন মেরিনা আখতার , সাংবাদিক কবির হোসেন , অলোক বোস , আবু বাসার আখন্দ , রুপক আইচ ও শরীফ তেহরান টুটুল প্রমুখ ।
আলোচনায় আয়োজকরা জানান , প্রাথমিক শিক্ষা ও শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি করতে রিড প্রকল্প জাগরনী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার ১৩০ টি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করছে । পাশাপাশি রিড প্রকল্প শিশুদের পঠন দক্ষতা বাড়াতে ঝিনাইদহ ও যশোর জেলায় কাজ করছে । প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পড়ার দক্ষতা বৃদ্ধিতে রিড প্রকল্প প্রথম পর্যায়ে ২০১৫ সালে ৬টি বিভাগে ১২ টি জেলায় ৬৬০ টি স্কুলে, ২০১৬ সালে ২য় পর্যায়ে ৮৫০টি স্কুলে ও ২০১৭ সালে ৩য় পর্যায়ে ১৩৪৪ টি বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন