মাগুরায় মাদক ব্যবসায়ীর হামলায় ইউপি মেম্বর আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/04/Magura-UP-Member-Assault-by-drug-Paddiler-Pic.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের কছুন্দি ইউনিয়নে মাদক সেবী ও ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেয়ার প্রতিশোধ হিসেবে মোঃ আব্দুল মান্নান (৫০) নামে এক ইউনিয়ন মেম্বরকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই জন প্রতিনিধি এখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে- সদরের বেলনগর গ্রামের মোঃ তারেক এর মাদক সেবী ও ব্যবসায়ী ছেলে বঙ্গহীত মিয়া(২৮) বেশ কয়েক বছর ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছিল। বছর খানেক আগে স্থানীয় মেম্বর আব্দুল মান্নান পুলিশের সহায়তায় ওই যুবককে আটক করে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে পাঠায়। কয়েকমাস আগে নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসে বঙ্গহীত মিয়া মেম্বরকে দেখে নেয়ার হুমকি দেয়। সোমবার বিকেলে মেম্বরকে একা পেয়ে তার উপর ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আক্রমন করে। এতে মেম্বর আব্দুল মান্নানের মাজার একটি হাড় ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন