মাগুরায় সারাদেশে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/magura-teacher-manbbondhon-pic--900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সমবার সকালে ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষসহ সারাদেশে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তার দাবীতে কালো ব্যাজ ধারণসহ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস শিক্ষক সমিতি মাগুরা জেলা ইউনিট।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মাগুরা সকরারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা অংশ নেন। বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, ডক্টর আহসান হাবীব, আবু সাইদ মোল্যা, সৈয়দ নিয়ামুল হক, দিদার আলী জোয়ার্দার প্রমুখ। বক্তারা কর্মস্থলে নিরাপত্তাসহ শিক্ষকদের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
কর্মসুচি চলাকালে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ স্থলে এসে তাদের দাবীর সাথে একাত্মতা ঘোষণা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন