মাগুরায় ৩ দিনব্যাপি হেলথ ক্যাম্প শুরু
মাগুরা প্রতিনিধি: সোমবার আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা পৌরসভা এলাকায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতাভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করণের লক্ষ্যে ৩ দিন ব্যাপি হেলথ ক্যা¤প শুরু হয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক দপ্তর এ হেলথ ক্যাম্পের আয়োজন করে।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিন ব্যাপি এ হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন । পরে জেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ডা: রিয়াজুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন।
ক্যাম্পের প্রথম দিনে পৌরসভার ১, ২ ও ৫ নং ওয়ার্ডের ৩২৭ জন উপকারভোগীদের মাঝে চিকিৎসাসেবা সহ স^া¯থ্যসামগ্রী প্রদান করা হয়। ক্যা¤েপ চিকিৎসাসেবা প্রদান করেন সূর্যের হাসি ক্লিনিকের চিকিৎসকগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন